রোজার সময় অনুষ্ঠেয় ক্লাস রুটিন, Effective on 27-03-2023       1st Year Quiz Routine (Round 2)       ২য় বর্ষের এইচএসসি ছাত্রবৃন্দ Sent UP II পরীক্ষা সংক্রান্ত       ২০২৩ সালের HSC পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীবৃন্দ       এইচএসসি ২য় বর্ষ শিক্ষার্থীদের Sent Up-II পরীক্ষার রুটিন-২০২৩       HSC 1st Year Revised Quiz Routine, Round-1       সেনা কল্যান সংস্থা কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা গ্রহণ সংক্রান্ত       রকেট ও নেক্সাস পে -এর মাধ্যমে টিউশন ফি প্রদানের পদ্ধতি       ২য় বর্ষ শিক্ষার্থীদের ‍Sent UP II Practical Objective Quiz Routine       একাদশ শ্রেণির ব্যাবহারিক ক্লাস রুটিন ও ক্লাস গ্রুপ নির্ধারণ ২০২৩       ২য় বর্ষ এইচএসসি শিক্ষার্থীদের বার্ষিক প্রকাশনা Blue & Gold -এর জন্য ছবি তোলার সময়সূচী       এইচএসসি ১ম বর্ষ শিক্ষার্থীদের স্হায়ী রোল নম্বর Effective 22/02/2023       ১ম বর্ষে এইচএসসি ছাত্রদের ক্লাব- সদস্য সংগ্রহ সংক্রান্ত       HSC 2nd Year 2023 Physics, Chemistry, Biology and ICT Lab. Class Routine       এইচএসসি ২য় বর্ষ শিক্ষার্থীদের থিউরি ক্লাস রুটিন (Effective February 1, 2023)       এইচএসসি ১ম বর্ষ শিক্ষার্থীদের থিউরি ক্লাস রুটিন (Effective February 1, 2023)      
Ethics Club
Mrs. Felicita Rozario

মানুষের জীবন হবে সদাচারে উচ্চকিত, সত্যের গুণে প্রস্ফুটিত, ফুলের ন্যায় সুশোভিত আর মহত্ত্বের গুণে সৌন্দর্যমন্ডিত। সত্য, সুন্দর ও কল্যান মানবজীবনের এই তিন আদর্শকে সামনে রেখে বিশ্বটাকে যদি সাজানো যায় তাহলে বিশ্ব হয়ে উঠবে সকলের জন্য শান্তিময় একটি বসবাসস্থল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিশ্বব্যবস্থায় মানুষ ভুলেছে তার স্বকীয় মহত্ব, অস্তিত্বের সংগ্রামে আজ জনজীবন বিপর্যস্ত। সকলের মাঝেই খেয়ে-পড়ে বাঁচার মত অর্থ-বিত্ত-প্রভাব থাকলেও যে বিষয়টির আজ বড় অভাব সেটি হলো মানুষের নৈতিকবোধ, ভাল-মন্দের বোধ, সদাচারের বোধ, শৃঙ্খলাবোধ সর্বোপরি সঠিক চিন্তার জাগরণ। আর এ দিক বিবেচনায় নটর ডেম এথিক্স ক্লাব িএকটি অনবদ্য ভূমিকা রাখতে পারে। কোমলমতে ছেলেদের মনোজগতে ন্যায়-অন্যায়ের বোধ জাগিয়ে তুলতে পারে যারা পরবর্তীতে সারা বিশ্বে ছাড়িয়ে দিবে তাদের মাঝে বিরাজমান ন্যায়ের বোধ, সত্যনিষ্ঠার পথ, অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত গবেষণামূলক কর্ম। যারা হবে উন্নত চরিত্রের অধিকারী মানবতাবোধে উদ্বুদ্ধ নিরহংকাররোধ সম্পন্ন পরিশীলিত মানুষ। পরশ্রীকাতরতা দূর করে নৈতিকতাবোধে সমৃদ্ধ হয়ে একাগ্রতাবোধ সম্পন্ন ডয়ে কাজ করবে মূল্যবোধের আলোকে।


আর এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে নটর ডেম এথিক্স ক্লাব নটর ডেম পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে। যা সৃজনশীল কর্ম ও বাস্তবসম্মত চিন্তার মাধ্যমে মুখরিত করে তুলবে শিক্ষাঙ্গনকে।

Events

Club News Not Available