2nd Year Quiz Routine, Round-2       ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি       ২০২৫ এইচএসসি পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি       Science, Humanities and Business Studies ..... Sent Up-I Exam. (Appealed) Result-2025       2nd Year Quiz Routine; Round-1       Science Sent Up-I Result-2025       Business Studies Sent Up-I Result-2025       Humanities Sent Up-I Result-2025       রকেট ও নেক্সাস পে -এর মাধ্যমে টিউশন ফি প্রদানের পদ্ধতি       Report on Borneo International Innovation Competition 2025       এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষার্থীদের সকাল ৮:৩০ টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি প্রসঙ্গে       এইচএসসি ২০২৫-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে সংশোধিত নোটিশ       শোক সংবাদ       A Journey Beyond Borders: Notre Dame College’s Transformative Educational Tour to the USA (June 2–13, 2025)       এইচএসসি পরীক্ষা ২০২৫এর পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি ও ক্যালকুলেটর সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি       এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীবৃন্দের প্রবেশপত্র বিতরণসংক্রান্ত       CONDOLENCE LETTER       দৃষ্টি আকর্ষণ ; ২০ ফেব্রুয়ারি ২০২৫       শিক্ষার শান্তিময় ও সুষ্ঠু পরিবেশ চাই       সতর্কীকরণ বিজ্ঞপ্তি ২       সতর্কীকরণ বিজ্ঞপ্তি ১       সতর্কীকরণ বিজ্ঞপ্তি; নটর ডেম কলেজে ভর্তি কোচিংসংক্রান্ত      
Ethics and Empowerment Club
Md. KH. Mahfuzur Rahman

মানুষের জীবন হবে সদাচারে উচ্চকিত, সত্যের গুণে প্রস্ফুটিত, ফুলের ন্যায় সুশোভিত আর মহত্ত্বের গুণে সৌন্দর্যমন্ডিত। সত্য, সুন্দর ও কল্যান মানবজীবনের এই তিন আদর্শকে সামনে রেখে বিশ্বটাকে যদি সাজানো যায় তাহলে বিশ্ব হয়ে উঠবে সকলের জন্য শান্তিময় একটি বসবাসস্থল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিশ্বব্যবস্থায় মানুষ ভুলেছে তার স্বকীয় মহত্ব, অস্তিত্বের সংগ্রামে আজ জনজীবন বিপর্যস্ত। সকলের মাঝেই খেয়ে-পড়ে বাঁচার মত অর্থ-বিত্ত-প্রভাব থাকলেও যে বিষয়টির আজ বড় অভাব সেটি হলো মানুষের নৈতিকবোধ, ভাল-মন্দের বোধ, সদাচারের বোধ, শৃঙ্খলাবোধ সর্বোপরি সঠিক চিন্তার জাগরণ। আর এ দিক বিবেচনায় নটর ডেম এথিক্স ক্লাব িএকটি অনবদ্য ভূমিকা রাখতে পারে। কোমলমতে ছেলেদের মনোজগতে ন্যায়-অন্যায়ের বোধ জাগিয়ে তুলতে পারে যারা পরবর্তীতে সারা বিশ্বে ছাড়িয়ে দিবে তাদের মাঝে বিরাজমান ন্যায়ের বোধ, সত্যনিষ্ঠার পথ, অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত গবেষণামূলক কর্ম। যারা হবে উন্নত চরিত্রের অধিকারী মানবতাবোধে উদ্বুদ্ধ নিরহংকাররোধ সম্পন্ন পরিশীলিত মানুষ। পরশ্রীকাতরতা দূর করে নৈতিকতাবোধে সমৃদ্ধ হয়ে একাগ্রতাবোধ সম্পন্ন ডয়ে কাজ করবে মূল্যবোধের আলোকে।


আর এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে নটর ডেম এথিক্স ক্লাব নটর ডেম পরিবারের অন্তর্ভুক্ত হওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে। যা সৃজনশীল কর্ম ও বাস্তবসম্মত চিন্তার মাধ্যমে মুখরিত করে তুলবে শিক্ষাঙ্গনকে।

Events

Club News Not Available