গনিতকে বলা হয় mother of science বা language of science. গনিত ছাড়া বিজ্ঞান, প্রযুক্তি অধ্যায়ন অসম্ভব। শুধু অন্য বিষয় বুঝবার জন্যই নয় মেধাবী শিক্ষার্থীরা সব সময়ই গণিত মনস্ক হয়ে থাকে, তারা সিলেবাস ভিত্তিক পড়াশুনার পাশাপাশি গণিত সম্পর্কে অনেক বেশী জানতে চায় এবং তাদের নিজস্ব চিন্তা ভাবনা প্রকাশ করতে চায়। নটর ডেম কলেজে দেশের সেরা মেধাবীরা ভর্তি হয় এবং গনিত বিষয়ে তাদের আগ্রহ থাকে আরও ব্যাপক।নটর ডেম ম্যাথ ক্লাব, নটরডেমিয়ানদের প্রানের দাবী। কতৃপক্ষ ছাত্রদের এই দাবীর গুরুত্ব এবং যৌক্তিকতা বুঝতে পেরে এ বছর ১৪ ই মার্চ (পাই) দিবসে নটর ডেম ম্যাথ ক্লাবের উদ্বোধনের অনুমতি প্রদান করেন।