মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ হলেও মানুষের ইতিহাস যুগে যুগে কলঙ্কিত ও ক্ষত-বিক্ষত হয়েছে মানুষেরই সৃষ্ট নানা প্রকার দ্বন্দ্ব-সংঘাত ও হিংসা-বিদ্বেষের কারণে। পৃথিবীতে কোন দিনই অনাবিল শান্তি ছিল না। দুষ্ট-বুদ্ধি ও স্বার্থান্বেষীদের প্রতাপে পৃথিবীর শান্তি আজ অবর্ণনীয়ভাবে বিপন্ন। তবুও শুভবুদ্ধিসম্পন্ন কিছু মানুষ আজও আছেন যারা বিরামহীন ভাবে সমাজকে, পৃথিবীকে এই বিপন্ন অবস্থা হতে রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। বর্তমান হাহাকারপূর্ণ পৃথিবীতে আমরা চাই “মিলন ও ভ্রাতৃত্ববোধ”।