Natyadal
Md. Akteruzzaman

নাটক এক সম্মিলিত ও সমৃদ্ধ শিল্পকর্ম। প্রানহীন একটা বিষয়ক অভিনয় দক্ষতা দ্ধারা দর্শক সম্মুখে জীবন্ত করে তোলে নাটক। সাহিত্য সমাজের দর্পন বটে, কিন্তু নাটকেই জীবন ব্যস্তবতার পরিনত  ও যথোপযুক্ত প্রকাশ দেখা যায়। নটর ডেম কলেজ প্রতিষ্ঠার সাথে নাট্যচর্চার একটা ইতিহাস জড়িত আছে। নটর ডেম কলেজ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। এর মাধ্যমে শিক্ষার্থীর মেধা, মনন ও সৃজনী প্রতিভা বিকশিত হয়। অভিনয় দক্ষতাকে শিল্পে পরিনত করার প্রত্যয় নিয়ে ১৯৯১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নটর ডেম নাট্যদল।

Events

Club News Not Available