Manobik Songha
Md. Ataul Wahid Rupak

একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নটর ডেম কলেজ তার ছাত্রদের উদ্ভাবনী শক্তির বিকাশ, সৃজনশীল, প্রকৃত জ্ঞান অর্জন, উন্নত জীবনবোধ, মানুষ্যত্বের বিকাশ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্যে শুধু পুঁথিগত শিক্ষা যথেষ্ট নয়, প্রয়োজন অভিজ্ঞতালব্ধ ও বাস্তবভিত্তিক জ্ঞান যা সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জন করা সম্ভব। এ উদ্দেশ্যে ১৯৮৪ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট এক শুভলগ্নে মানবিক বিভাগের কয়েকজন ছাত্রের নিরন্তর উৎসাহ ও আন্তরিক প্রচেষ্টায় নটর ডেম ‘মানবিক সংঘ’ এর আত্মপ্রকাশ ঘটে।

‘এসো নৈতিক ও মানবিক মূল্যবোধ জীবন গড়ি। এসো অসহায়দের সহায়তা করি।’


Events

Club News Not Available