‘কারবারই অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্থি’ -এ মূলমন্ত্রটি সামনে রেখে ১৯৭৩ খ্রিস্টাব্দে নটর ডেম বিজনেস্ ক্লাব প্রতিষ্ঠিত হয়। তৎকালিন ছাত্র উপদেষ্টা এবং সমাজকল্যাণ বিভাগের শিক্ষক ফাদার স্টিফেন গমেজ, সিএসসি এবং প্রক্তন অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি এর পৃষ্ঠপোষকতা ও প্রাক্তন শিক্ষক মি. ম. নূরন্নবীর ঐকান্তিক চেষ্টার ফসল ‘নটর ডেম বিজনেস্ ক্লাব’। ২০১৫ খ্রিস্টাব্দে বর্তমান পরিচালক ক্লাবটির দায়িত্ব গ্রহন করেন।