‘নটর ডেম রোভার গ্রুপ’ প্রায় পয়তাল্লিশ বছর আগে বাংলাদেশ স্কাউটস্ এর রোভার অঞ্চল গঠনের পর ঢাকা জেলা রোভার এর ১ ও ২ নামে দুটি ইউনিট গঠন করে এবং রোভার অঞ্চলের দ্বিতীয় ইউনিট হিসাবে রেজিষ্ট্রেশন করে পথচালা আরম্ভ করে। নটর ডেম রোভার গ্রুপ গঠনের পর থেকে এখন পর্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। রোভার গ্রুপ গঠনের অগ্রনী ভমিকা রাখেন তৎকালীন শিক্ষক মি. রমজুল হক। নটর ডেম কলেজ রোভার গ্রুপ বর্তমানে ঢাকা জেলা রোভারের অন্যতম একটি সক্রিয় রোভার গ্রুপ।