Outward Bound Adventure Club -এর সংক্ষিপ্ত নাম OBAC, ক্লাবটি নামের দিক থেকে ব্যাখ্যা দিলে দাঁড়ায় একজন মানুষের শারীরিক, মানসিক, নৈতিক বিকাশের সাথে সাথে তার বহুমুখী চৌহদ্দির অনুসন্ধানমূলক একটি ক্লাব। কলেজের ছাত্রদের মধ্যে যাতে শারীরিক, মানসিক, নৈতিক বিকাশের সাথে সাথে বহির্মুখী বিভিন্ন অনুসন্ধানমূলক চিন্তা বা প্রচেষ্টার বিকাশ ঘটে, এ উদ্দেশ্যে ষাটের দশকের মাঝামাঝি সময়ে ফাদার রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি (ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত, ১৯৮৭ খ্রি.) -এর অনুপ্রেরণায় এ ক্লাবটির আত্মপ্রকাশ ঘটে। মূলত অজানাকে জানা, অচেনাকে চেনার মধ্য দিয়ে ছাত্রদের অনুসন্ধিৎসু হৃদয়-মনকে বিকশিত করা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে কিছু করাই এ ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য।