১৯৫৩ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ফাদার আর.ডব্লিউ.টিম, সিএসসি (পিএইচডি) কর্তৃক নটর ডেম ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। এই ক্লাবটি নটর ডেম কলেজের সর্বপ্রথম ক্লাব আবার এটিই বাংলাদেশে বির্তকের পথিকৃৎ, অর্থাৎ Father of Debating. কারণ এর আগে এ দেশে বিতর্কের ব্যাপারে কোন সংগঠিত প্রচেষ্টা ছিল না।